গণেশ হলেন হিন্দুধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম। তিনি গণপতি, পিল্লাইয়ার, বিঘ্নেশ্বর, যানইমুগতবন, বিনায়ক, গজপতি, একদন্ত ইত্যাদি নামেও পরিচিত। ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বিভিন্ন অঞ্চলে গণেশের মন্দির ও মূর্তি দেখা যায়। সকল হিন্দু সম্প্রদায়েই গণেশের পূজা প্রচলিত রয়েছে জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও গণেশ-ভক্তিবাদ মিশে গিয়ে গণেশ পূজার প্রথা বিস্তার লাভ করেছে।
	 
	গণেশ তাঁর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। কিন্তু তাঁর হাতির মাথাটিই তাঁকে সর্বাধিক পরিচিতি দান করেছে। গণেশকে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা রূপে পূজা করা হয়। বিভিন্ন শুভকার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতেও তাঁর পূজা প্রচলিত আছে। অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে লেখার শুরুতেও গণেশকে আবাহন করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থে গণেশ-সংক্রান্ত একাধিক পৌরাণিক উপাখ্যান পাওয়া যায়। এই উপাখ্যানগুলি থেকে গণেশের জন্মবৃত্তান্ত, লীলাকথা ও তাঁর স্বতন্ত্র মূর্তিতত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায়। তার নামগুলেঅ হচ্ছে:
	• অবিঘ্নেশ্বর →  অবিঘ্নের ঈশ্বর
	• অম্বিকানন্দন → অম্বিকার (দুর্গা) নন্দন (পুত্র)
	• অম্বিকাসূত → অম্বিকার (দুর্গা) সূত (পুত্র)
	• অম্বিকেয় → অম্বিকার (দুর্গা) এয় (অপত্যার্থে)
	• একদন্ত → একই দন্ত যাহার
	• একদ্রংষ্ট্র → একই দ্রংষ্ট্র যাহার
	• কুঞ্জরবদন → কুঞ্জরের (হাতি) আনন (মাথা)
	• গজানন → গজের (হাতি) আনন (মাথা)
	• গজাস্য → গজের (হাতি) আস্য (মুখ)
	• গণদেব → গণদিগের (শিবের অনুচর) দেব
	• গণনাথ → গণদিগের (শিবের অনুচর) নাথ (প্রভু)
	• গণনায়ক → গণদিগের (শিবের অনুচর) নায়ক (প্রধান)
	• গণপতি → গণদিগের (শিবের অনুচর) পতি (প্রভু)
	• গণভর্তা → গণদিগের (শিবের অনুচর) ভর্তা (প্রভু)
	• গণাগ্রণী → গণদিগের (শিবের অনুচর) অগ্রণী (শ্রেষ্ঠ)
	• গণাধিপ → গণদিগের (শিবের অনুচর) অধিপ (রাজা)
	• গণেশ → গণ দিগের ঈশ
	• দ্বৈমাতুর → দ্বি মাতা যাহার
	• বিঘ্ননায়ক → বিঘ্নের নায়ক
	• বিঘ্ননাশক → বিঘ্নের (বাধা, অন্তরায়) নাশক
	• বিঘ্ননাশন → বিঘ্নের (বাধা, অন্তরায়) নাশন
	• বিঘ্নবিনায়ক → বিঘ্নের বিনায়ক
	• বিঘ্নবিনাশক → বিঘ্নের (বাধা, অন্তরায়) বিনাশক
	• বিঘ্নবিনাশন → বিঘ্নের (বাধা, অন্তরায়) বিনাশন
	• বিঘ্নবিনাশন → বিঘ্নের (বাধা, অন্তরায়) বিনাশন 
	• বিঘ্নরাজ → বিঘ্নের (বাধা, অন্তরায়) রাজ (প্রভু, কর্তা)
	• বিঘ্নহর → বিঘ্নের (বাধা, অন্তরায়) হর (হরণকারী) 
	• বিঘ্নহরক→বিঘ্নের (বাধা, অন্তরায়) হারক (হরণকারী) 
	• বিঘ্নহারী → বিঘ্নের (বাধা, অন্তরায়) হারী (হরণকারী ) 
	• বিঘ্নেষ → বিঘ্নের (বাধা, অন্তরায়) ঈশ (প্রভু) বিঘ্ন +ঈশ
	• বিনায়ক → বি (বিশিষ্ট রূপ) যে নায়ক 
	• মূষকবাহন → মূষ (ঈঁদুর) বাহন যাহার 
	• মূষিকাঙ্ক → মূষিক অঙ্ক (চিহ্ন) যাহার 
	• মূষগ → মূষকে (ঈঁদুর) গ (গমন করা) করে যে 
	• লম্বোদর → লম্ব (দীর্ঘ) উদর (পেট) যাহার
	• শূর্পকর্ণ → শূর্পের (কুলা) ন্যায় কর্ণ যাহার 
	• শ্রীবিঘ্নেশ → শ্রীযুক্ত যে বিঘ্নেশ 
	• সিদ্ধিদ → সিদ্ধি (সফলতা, ঐশ্বর্য, সাধনালব্ধ ক্ষমতা ইত্যাদি) দা (দান করা) যে 
	 •সিদ্ধিদা → সিদ্ধি (সফলতা, ঐশ্বর্য, সাধনালব্ধ ক্ষমতা ইত্যাদি) দা (দান করা) যে 
	• সিদ্ধিদাতা → সিদ্ধির (সফলতা, ঐশ্বর্য, সাধনালব্ধ ক্ষমতা ইত্যাদি) দাতা (প্রদানকারী) 
	• হেরম্ব → হে (শিবসমীপে) রম্ব (স্থিত)।সিূত্র: এবেলা।
	 
	বিবার্তা/জিয়া