শাস্ত্রমতে বাড়িতে তুলসি গাছ থাকার উপকার

শাস্ত্রমতে বাড়িতে তুলসি গাছ থাকার উপকার
প্রকাশ : ১৯ জুলাই ২০১৬, ১৫:৩১:১৮
শাস্ত্রমতে বাড়িতে তুলসি গাছ থাকার উপকার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওষধি গাছ হিসেবে তুলসি গাছের বেশ সুনাম রয়েছে। বিভিন্ন রোগ-বালাই সারাতে এর জুড়ি মেলা ভার। সেইসঙ্গে ধর্মীয়ভাবেও তুলসি খুব তাৎপর্যপূর্ণ। সনাতন ধর্মমতে, তুলসি শুধু গাছ নয়; তুলসি নারায়ণের স্ত্রী। তাই তুলসি গাছ বাড়িতে থাকলে অনেক উপকার হয় বলে বিশ্বাস করেন এই ধর্মাবলম্বীরা। শাস্ত্রে তুলসি নিয়ে অনেক বিধানও দেয়া আছে। যেমন-

১। তুলসি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ধরাতলে তরুরূপে জন্মগ্রহণ করেন। তাই এই মাসে তুলসিপাতা দিয়ে নারায়ণ পূজা করলে হরিগৃহে বাস করা যায়।

২। তুলসি গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হতে থাকে, তত বিস্তৃত হয় পুণ্যলাভ।

৩। তুলসি পাতা দিয়ে নারায়ণ পূজা করলে সারা জীবনের পাপ নষ্ট হয়।

৪। বাড়ির যে দিক দিয়ে তুলসি গাছের গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয়, সেই দিক পবিত্র হয়।


৫। তুলসি-তলায় প্রদীপ জ্বালালে বৈষ্ণবপদ লাভ হয়। অর্থাৎ নারায়ণের কৃপা লাভ করা যায়।

৬। যে বাড়িতে তুলসি বাগান থাকে, সে বাড়ি তীর্থস্বরূপ হয়ে ওঠে।

৭। নর্ম্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুন্য লাভ হয়, তুলসি সংসর্গে সেই ফল লাভ হয়।

৮। তুলসি মঞ্জরী দিয়ে বিষ্ণুপূজা করলে মোক্ষ লাভ হয়। পরজন্মের ক্লেশ বহণ করতে হয় না। সূত্র: এবেলা

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com