সউদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-আশেখ তাঁর দেশের নিয়োগকর্তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বেতন দেরিতে দেয়াটা অন্যায়। এতে কর্মী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
গ্র্যান্ড মুফতি এক রেডিও প্রোগ্রামে এ কথা বলেন।
‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো’- এই হাদিস উদ্ধৃত করে আল-আশেখ বলেন, প্রত্যেক নিয়োগকর্তার উচিত সময়মতো বেতন দিয়ে দেয়া।
তিনি বলেন, সময়মতো বেতন না দিলে কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া সময়মতো বেতন না পেলে কর্মীরা দুর্নীতি করতে উৎসাহিত হয়। আর দুর্নীতি প্রতিষ্ঠানের জন্য বিপর্যয় ডেকে আনে।
গ্র্যান্ড মুফতি ঘুষ গ্রহণের ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ঘুষ নেয়াটা বিশ্বাসঘাতকতা। মহানবী (সা.) ঘুষ দাতা ও গ্রহীতা উভয়কেই অভিশাপ দিয়েছেন। সূত্র : আরব নিউজ
বিবার্তা/হুমায়ুন/ফারিজ