পবিত্র কাবাঘর মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, নিরাপদ ও শান্তির সম্মিলনস্থল। হজরত ইবরাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ বা কাবাঘর নির্মাণ করেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, একটি মেঘখণ্ড বাইতুল্লাহর স্থানে ছায়া ফেলে; হজরত ইবরাহিম আলাইহিস সালাম সে ছায়ার পরিমাপ মোতাবেক কাবাঘর নির্মাণ করেন। এ কাবা নির্মাণে হজরত ইবরাহিম আলাইহিস সালাম কোন কোন পাহাড়ের পাথর ব্যবহার করেছেন, তার একটি বর্ণনা তুলে হলো:
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, হজরত ইবরাহিম আলাইহিস সালাম পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন:
তুরে সাইনা: যে পাহাড়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন।
তুরে যিতা।
লুবনান (সিরিয়ার একটি পাহাড়)।
জুদি (এটি আরব উপদ্বীপের একটি পাহাড়)।
তুরে হিরা। হিরা মক্কার একটি পাহাড়। এই পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করেন।
আল্লাহ তায়ালা মর্যাদাপূর্ণ পাঁচটি পাহাড়ের পাথর দিয়েই মুসলিম জাতির সম্মিলনকেন্দ্র তথা মুসলিম উম্মাহর কিবলা তৈরি করেন। আল্লাহ তাআলা সবাইকে এ ঘর যিয়ারাতের তাওফিক দান করুন। আমিন।
বিবার্তা/জিয়া