তৃণমুল পর্যায়ে ছাত্রলীগে মেয়েদের রাজনীতি খুব একটা সহজ নয়। কিন্তু পিতা মুজিবের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেয়েদের উদ্বুদ্ধ করে ছাত্ররাজনীতিতে।
জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কর্মী থেকে রাষ্ট্রনায়ক। রাজনীতিতে মেয়েদের সক্রিয় অংশগ্রহণ তাই ছাত্ররাজনীতি দিয়েই শুরু করা উচিত। কিন্তু ক’জন মেয়ে ছাত্ররাজনীতি শুরু করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে?
পরিবেশ, পরিস্থিতি, সমাজ, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তবেই মেয়েরা সব পর্যায়ে স্বচ্ছন্দে ছাত্ররাজনীতি করতে পারবে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথে।
নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়েই বিনির্মাণ করতে হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। ৪৫ বছর আগে যদি পিতা মুজিবের ডাকে আমাদের দুই লাখ মা-বোন অস্ত্র হাতে যুদ্ধ করতে পারে, ৪৫ বছর পরে আমরা কেন পারব না জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে কাজ করতে?
তৃণমূলে ছাত্ররাজনীতি করতে গেলে মেয়েদের নানা রকম কথা শুনতে হয়। এসবের সঙ্গে লড়াই করেই সকল মুজিবকন্যাকে সামনে এগিয়ে যেতে হবে।
লেখক : ছাত্রী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা
বিবার্তা/মৌসুমী/হুমায়ুন