ওদের কঠোর শাস্তি দিতে হবে

ওদের কঠোর শাস্তি দিতে হবে
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৫, ০৭:১৩:৫০
ওদের কঠোর শাস্তি দিতে হবে
প্রিন্ট অ-অ+
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। শান্তির দেশ বাংলাদেশ। শিয়া-সুন্নী মিলে মিশে থাকার দেশ বাংলাদেশ। একটি গোষ্ঠি এই দেশে অশান্তির দাবানল ছড়িয়ে দেয়ার পায়তারা করছে। 
 
পুরান ঢাকার হোসেনী দালান চত্বরে শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। যার মধ্যে অনেক শিশু রয়েছে।
 
পুলিশ জানিয়েছে, বোমা হামলায় ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নামের ১৫-বছর বয়সী এক কিশোর নিহত হয়। তার বাড়ি লালবাগ এলাকায় এবং সে তাজিয়া মিছিলে অংশ নিতে সেখানে এসেছিল।
 
ইতিহাস ঘেটে যতদূর জানা যায় তাতে বাংলাদেশে এই প্রথম কোনো তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা ঘটলো।
 
তাজিয়া মিছিলের সংগঠকদের অন্যতম একজন এম. এম. ফিরোজ হোসাইন বলেছেন, “আমরা শিয়া মুসলিমরা ৪০০ বছর ধরে ঢাকায় এই তাজিয়া মিছিলের আয়োজন করে আসছি। কখনও আমরা কোন ধরণের হুমকি পাইনি এবং কখনও আমাদের ওপর কোন হামলাও হয়নি।''
 
''বাংলাদেশে সকলের সাথে ভালো সম্পর্ক এবং সম্প্রীতির পরিবেশ আমরা পেয়েছি।"
 
তিনি আরো বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই হামলা করা হয়েছে বলে তারা মনে করছেন।
 
পুলিশ বলছে তাজিয়া মিছিলের জন্য সেখানে পুলিশ র‌্যাব এবং সাদা পোশাকে পুলিশের ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছিল।
 
কিন্তু প্রশ্ন হলো, এমন নিরাপত্তার মধ্যে বোমা হামলাকারীরা কিভাবে এই ঘটনা ঘটালো। গোয়েন্দা সংস্থাইবা কেন আগাম খবর দিতে পারলো না।
 
এটাকে তাদের ব্যর্থতাও বলা যায়। এ ধরণের ঘটনা পরিকল্পিত তা স্বয়ং পুলিশ কমিশনারই বলেছেন। তাহলে সেই পরিকল্পনা যখন করা হলো তখন গোয়েন্দারা খবর না পাওয়ার কারণ কী?
 
আমরা চাই এদেশের আর দশটা ঘটনার মতো এই হামলার ঘটনাও চাপা পড়ে না যাক। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। যারা এ ঘটনা ঘটিয়েছেন এবং এর পেছনে যারা মদদ দিয়েছেন। তাদেরকে অতিদ্রুত খুঁজে বের করতে হবে। দিতে হবে কঠোর শাস্তি।  
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com