ফোন করতেই ওপাশ থেকে অনুভব মাহবুবের কন্ঠ শোনা গেল, ভাই কিরাম আছেন? ধারাবাহিক নাটক শেয়ারবাজার ডটকমের এই সংলাপটি বেশ (কিরাম আছেন) জনপ্রিয় হয়েছিল অনুভব মাহবুবের কন্ঠে। সম্ভবত তা মনে করে দিলেন। উত্তরে বললাম জ্বি ভালো, আপনি কিরাম আছেন? এবার হাসলেন অনুভব, বললেন ভাল, অভিনয় করতে করতে বেলা বয়ে যাচ্ছে।
বলছি মাহবুব আল রশিদ খানের কথা। তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র দারুচিনি দ্বীপে। হাতে রয়েছ আরো কিছু চলচ্চিত্র। বিভিন্ন মাধ্যমে অভিনয় করলেও তাকে বেশি দেখা যায় ধারাবাহিক নাটকে।
এই প্রসঙ্গে তিনি বলেন, আসলে ধারাবাহিক নাটকে ধীরে ধীরে গল্পের ভেতরে ঢুকে যেতে পারি। এখানে চরিত্রের সংখ্যা বেশি থাকায় অনেক শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ থাকে। তাছাড়া ধারাবাহিক নাটকে কাজ করলে দীর্ঘসময় পর্দায় থাকা যায়। দর্শকও প্রতিটি চরিত্রের আলোচনা সমলোচনা করতে পারেন। এ থেকে অনেক কিছু শিখতে পারি। যে কারণে মন পড়ে থাকে ধারাবাহিক নাটকে।
এক ঘন্টার নাটকের কথা আসতেই তিনি বললেন, এক ঘন্টার নাটকে অভিনয় করছি না তা কিন্তু নয়, গত ঈদেও তিনটি নাটকে কাজ করলাম। এগুলো হচ্ছে- রিদ মাজারে রাখব, ভ্রম এবং প্রেম নয় ভালোবাসা। ভালো স্ক্রিপ্ট পেলেই এ নাটকগুলোতে কাজ করা হয়।
মোস্তফা সরয়ার ফারুকির হাত ধরে ছোট পর্দায় আসা অনুভবের প্রথম নাটক সিক্সটি নাইন। এই নাটকে তাকে নাচের টিস্যার হিসাবে দেখা যায়। আর ফিরে তাকাতে হয়নি অনুভবকে। অভিনয় করেছে অসংখ্য ধারাবাহিক নাটকে। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে- মোস্তফা সরয়ার ফারুকীর ‘সিক্সটি নাইন’, আশুতোষ সুজনের ‘রাস্তা’, লাকি থার্টিন, মানিক মানবিকের ‘কাম টু দ্যা পয়েন্ট’, নয়ন মিলটনের ‘শেয়ারবাজার ডট কম’, আবু সুফিয়ানের পিপিলিকার ‘পাখা গজায় মরিবার তরে’ প্রভৃতি।
বর্তমানে প্রচারিত হচ্ছে ‘পাল্টা হাওয়া’ এবং ‘বাড়ি বাড়ি সারি সারি’। প্রচারের অপেক্ষায় রয়েছে সাগর জাহানের ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, সকাল আহমেদের ‘মিষ্টার অ্যান্ড মিসেস চৌধুরী’, জয়ন্ত রোজারিওর ‘থ্রি জি’ ও রাশেদ রাহার ‘স্বীকৃতি’।
দীর্ঘদিন পরে আবারো চলচ্চিত্রে ফিরেছে অনুভব। অভিনয় করছেন তানিম রহমান অংশুর আদি ছবিতে। হাতে রয়েছ আরো কয়েকটি ছবি। নতুন বছরে শুরু হবে এসব ছবির কাজ। নতুন বছরে তিনি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান।
বিবার্তা/নাহিদ/প্লাবন.