তথ্য ও প্রযুক্তির উপর আমার বিশেষ একটা দুর্বলতা রয়েছে। প্রযুক্তির জগৎটা আমাকে বেশি টানে। ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার সকল প্রযুক্তিপণ্য আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে। আর হৃদয়ের সেই ব্যাকুলতা আর টানে হুইল চেয়ারে চড়েই চলে আসি এই গ্রামীণফোন ল্যাপটপ ও ট্যাব মেলায়।
কেনো মেলায় এলেন- জিজ্ঞেস করলে এভাবেই মনের কথাগুলো বলছিলেন ঢাকার কলাবাগান থেকে মেলায় আসা প্রযুক্তিপ্রেমী কাওসার হামিদ।
মেলায় এসে আপনি কি করেন?
কাওসার হামিদ বলেন, রাজধানীর যে কোনো স্থানে প্রযুক্তি মেলা হলেই আমি আসার চেষ্টা করি। আমি মেলায় এসে ঘুরে ঘুরে দেখি মেলায় কি কি নতুন প্রযুক্তিপণ্য আনা হয়েছে। নতুন কিছু দেখতে আমার ভাল লাগে। দেশের অনেক তরুণ প্রযুক্তিবিদ রয়েছে তারা নতুন কিছু তৈরি করছে। আমি তাদের উদ্ভাবনকে দেখি আর মনে মনে তাদের কাজের স্বীকৃতি দেই।
আচ্ছা প্রযুক্তির উপর আপানার এতো আসক্তি বা দুর্বলতা কেনো?
কাওসার বলেন, এই জগৎটা অনেক বড়। এটা শুধু তারাই বুঝে যারা চিন্তা করে, এবং সৃষ্টিশীল কাজ করে। এটা এমন একটা জগৎ, যার মধ্যে ডুবে থাকলে কখন যে দিন সময় চলে যায় টেরই পাই না। মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ এগুলোই সময় কাটানো বড় মাধ্যম। আমার তো সময় কাটানোর কোন উপায় নাই। তাই এ জগতের উপর আমার অনেক টান।
আপনি এমনিতে কি করেন?
কাওসার হামিদ: আমি বেশি কিছু করি না। তবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছোটখাটো একটা চাকুরি করি।
মেলায় ঘুরে তো দেখলেন কিছু কেনার পরিকল্পনা আছে?
কাওসার হামিদ: একটি স্মার্টফোন কেনার ইচ্ছে আছে।যদিও আমার একটা স্মার্টফোন আছে। আমি ওয়েবসাইট দেখেই আমার স্মার্টফোনের মডেলটি পছন্দ করে রেখেছি। সেই ফোনটি খুঁজেই সারা মেলা ঘুরে দেখেছি। তবে এখনো কিনি নাই। কয়েকটি স্মার্টফোন দেখলাম। দোটানায় আছি। কিছু ব্র্যান্ডের ফোন পছন্দ হলেও বাজেটে মিলছে না। আবার বাজেট মিললেও পছন্দ হচ্ছে না। এখন যে স্টলে বেশি ছাড় দিবে সেখান থেকেই কেনার পরিকল্পনা আছে।
সবধরণের প্রযুক্তিপণ্য ব্যবহার করেন জানিয়ে কাওসার হামিদ বলেন, পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাই কেনো-বা পিছিয়ে থাকবো? তাই সবার উচিত প্রযুক্তির ব্যবহার করে নিজের উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়নে ভুমিকা রাখা।
স্মর্টফোন আর ট্যাব মেলার আজ শেষ দিন মেলা বিষয়ে আপনার কিছু বলার আছে?
কাওসার হামিদ বলেন, দেশে প্রযুক্তিপ্রেমীদের জন্য বছরের মধ্যে আরো কয়েকবার প্রযুক্তিপণ্যের মেলার আয়োজন করলে ভাল। অনেক মানুষ প্রযুক্তিপণ্য কেনাকাটা করে সারা বছরেজুড়ে। প্রযুক্তির যুগে প্রযুক্তিপণ্য ছাড়া তো কেউ চলতে পারে না। মেলায় আসলে নতুন নতুর প্রযুক্তিপণ্য প্রদর্শনের সুযোগ থাকে। আর দেশের তরুণপ্রযুক্তি শিল্পীদের উৎসাহিত করেত এই মেলার তুলনা নাই।
আধুনিক প্রযুক্তির নজর কাড়া ডিজাইনের স্মার্টফোন আর ট্যাব ডিভাইস কেনাবেচায় বিশেষ মূল্য ছাড় আর অফারের পাশাপাশি নতুন পণ্যের সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের পরিচিত হওয়ার মধ্যদিয়ে গতকাল শানিবার সন্ধ্যায় শেষ হলো তিনদিনের শীতকালীন স্মার্টফোন ও ট্যাব স্মার্টফোন ও ট্যাব মেলার।
বিবার্তা/উজ্জ্বল/প্লাবন.