অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ এর অন্যতম আলোচিত এবং পাঠকদের মনে স্থান করে নিয়েছে ’মন খারাপের গাড়ি’। এটি মেধাবী রাজনীতিক ও লেখক ঋষি মানসের অধিকারী মাহবুবুল হক শাকিলের ২য় কাব্যগ্রন্থ। কবির জীবন-দর্শন, চেতনা, বাস্তব অভিজ্ঞতা, অতীত স্মৃতি এবং জীবনানুভূতির সমন্বয়ে অত্যন্ত সাবলীল ও পরিশীলিত ভাষায় রচিত এই কাব্যগ্রন্থ।
কবি মাহবুবুল হক শাকিল নব্বইয়ের দশকে গণতান্ত্রিক শাষণ ব্যবস্থায় উত্তরণে রাজপথে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রনেতা। তাঁর মেধা, মনন, বাগ্মিতা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে রাজনীতির অঙ্গনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে, গণতান্ত্রিক ধারাবহিকতা বজায় রাখা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
রাজনীতির পাশাপাশি ২০১৫ সালের অমর একুশে বইমেলায় ‘খেরোখাতার পাতা থেকে’ প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করে বাংলা সাহিত্য অঙ্গনে প্রশংসা ও সুনাম কুঁড়িয়েছেন।
মাহবুবুল হক শাকিল এমন ধারার কবি যার কবিতা পাঠের মাধ্যমে পাঠক প্রতিটি কবিতার মধ্যে নিজেকে খুঁজে পান। ‘মন খারাপের গাড়ি’তে এর ব্যত্যয় ঘটেনি। মানুষের মন কেন খারাপ হয়, মন খারাপের উৎস এবং এর একটি সমাধান খোঁজার চেষ্টা করেছেন এই গ্রন্থে। পাশাপাশি অতীত কষ্টের স্মৃতিগুলোকে জীবন্ত করে তুলে ধরেছেন। কবির ভাষায়,
“ভাই হারানোর বেদনায় প্রতিটি সূর্যোদয়
যেন নিষ্ঠুর তঞ্চকতাময়।
এক গ্লাস জল হাতে আপনি উঠে বসেন
কৈশোরের বারান্দায়, খুলে যায় স্মৃতির নাটাই।”
(দুঃখকিশোরী বোন আমার)
অন্য এক কবিতায় কবি লিখেছেন,
“ডিসেম্বরের শীতল দিন নোনাজলে, রায়েরবাজার পূর্বপুরুষেরা শুয়ে
থাকে সারিবদ্ধ হয়ে, একজোট, প্রসন্ন প্রভাতের নিস্পাপ ক্লন্তিময়তায়।”
(১৯৭১)
প্রেম বিষয়ে কবি বলেছেন,
“আমদেরও প্রেম মরে আঘাটে, কুঘাটে, তুরাগের
দীর্ঘশ্বাসে, মরে যাওয়া নদীর বালুভরা বাঁকে বাঁকে।”
(রাতের বেলা)
লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়