যে ঢাকা মেডিকেল আমার "নার্গিস" নামটাকে "নারজিদ" ভুল লিখেছিল,সেই ঢাকা মেডিকেলই আমার ভাঙ্গা হাতের ভুল চিকিৎসাও করেছে। আমার আঙ্গুলের হাড় ভেঙ্গে বের হয়ে গেলো,,আর তারা অন্য চিকিৎসা দিলো। এর খেসারতস্বরূপ আমাকে আবার প্রফেসর দেখিয়ে আরো তিন সপ্তাহের পূর্ণ রেস্ট, নড়াচড়া বন্ধ এবং এক বস্তা ঔষধ দিলো। একজনের ভুলের জন্য এক্সিডেন্ট করলাম। ইন্টার্নি ডাক্তারের ভুলের জন্য নামটা পরিবর্তন হয়ে বন্ধুদের হাসির পাত্র হলাম, ডাক্তারের ভুলের জন্য একমাস যন্ত্রণায় ভোগলাম, এবার প্রফেসর ডা. এর উপদেশে জীবন থেকে আরো একটি মাস চলে যাবে। জীবনের এক মুহূর্তের মূল্য তারা কেউই বুঝলোনা। আমার বুঝে আর কি লাভ!!!! জীবন জাহান্নামে যাক!!!
লেখক : সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিবার্তা/এমহোসেন