কয়েকদিন আগে ধানমন্ডির দিকে যাচ্ছিলাম। গুলিস্তানে সকাল ৯টায় বাসে ওঠার জন্য রীতিমত যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে আমিও শামিল হলাম। কোনো রকমে একটি লোকাল বাসে উঠে বসলাম, পাশের সিটে বসেছেন ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ভদ্রলোক। নাম ওবায়দুল আলম। তিনি যাচ্ছেন আগারগাঁওয়ে একটি সরকারি অফিসে। তাঁর হাতে অনেক ফাইলপত্র। জানতে চাইলাম, এত ফাইলপত্র নিয়ে কোথায় যাচ্ছেন?
ওবায়দুল আলম বললেন, ‘আমি অনেকদিন ধরে একটি সরকারি অফিসে ঘুরছি আমার এলাকায় একটি কাজ করাবো বলে। কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই সরকারি অফিসে কাজ করাতে গেলে মনে হয়ে আগে অফিসারদের টাকাটা গুছিয়ে রাখা খুব জরুরি। না হলে যে অবস্থা হয়েছে অফিসাররা ফাইল নাড়াচাড়া করতেই চান না। আর তারা সরাসরি টাকা না নিলেও সর্বক্ষেত্রে তাদের দালাল তো রয়েছেই।’
ওবায়দুল আলমের ৫ মিনিটের এই কথায় যেন আমাদের সরকারি অফিসগুলোর দুর্নীতির চেহারাটা ভেসে উঠলো। এসির ঠান্ডা বাতাসে বসে দালাল পালন কি অফিসারদের রুটিন ওয়ার্ক?
লেখক: সাংবাদিক
বিবার্তা/রয়েল